আমি শ্রেষ্ঠ ধোঁকাবাজ!
ধৈর্য্যের আলিঙ্গনে নিজেই নিজেকে
ধারাবাহিক ভাবে ধোঁকা দিয়ে যাচ্ছি
প্রতিনিয়তই।
আত্মচেতনার বৈশিষ্ট্যের পুষ্প কাননজুড়ে
রোপিত স্বপ্নচারা ক্রমশেই নিস্তেজ হয়ে
লুটিয়ে পড়ছে হরহামেশায়।
অস্বপ্নের আগাছাগুলো সুঠাম যৌবন পেয়ে
সজ্জিত পুষ্পকানন ভুমি ক্রমশেই করে নিচ্ছে
নিজের দখলে।
ভ্রমরের গুন-গুনানির সংগীতাসর বসে না
আগাছায় বিস্তৃত জংলা ময়দানে।
হতাশার স্রোতস্বিনীর ঢেউ-এর নাচনে
ভেঙে যায় মনবলের মজবুত তীর,
মেরুদণ্ড ভাঙা শিকড়ে গজানো উদ্ভিদ চারায়
করেছে আমার ফের অস্থির।
মনবলের অসি শাণিত করে
ধৈর্য্যের সৈনিকের পিছু নিয়ে ছুটেছি ফের।
আমি শ্রেষ্ঠ ধোঁকাবাজ!
আমার আমিত্বের কাছে অগণিত বার প্রমাণ মিলেছে আমি শ্রেষ্ঠ ধোঁকাবাজ।
অন্যায়ের বিরোদ্ধে ততপর হওয়ায় ছিল উত্তমাচশ্রয়।
তবুও পারিনি! পেয়েছি শুধুই ধোঁকাবাজের শ্রেষ্ঠ খেতাব।
আমি শ্রেষ্ঠ ধোঁকাবাজ!