স্কুল-কলেজ মাদ্রাসাতে
লকডাউনের ঝড় উঠে,
হাট বাজার ও শপিংমলে
কোনো নিষেধ নেই মোটে।


যানবাহনে পূর্ণ যাত্রী
কোন আসন নেই ফাঁকা,
ছাত্র-ছাত্রীর ভর্তির স্কুল
এখন দেখি করে খাঁ খাঁ।


লঞ্চ ফেরীতে অঢেল যাত্রী
কোন নিয়ম নেই তাতে,
খুলতে গেলে স্কুল-কলেজ
ঘা লাগে ক্যান তার আঁতে?


পাঠশালাহীন ছেলেমেয়ে
ভুগছে ফোনের গেম রোগে,
মেধা শূন্য হচ্ছে জাতি
অঙ্ক কষে পায় যোগে।


দেখতে জাতি মেধাশূন্য
প্রস্তুত হও হে জনগণ,
রসাতলে দিতে দেশটা
করছে মন্ত্রী আয়োজন।