জ্ঞান অর্জনে অনিহা জাতি ঝুঁকছে ক্রমে বেপথে,
নেট দুনিয়ায় হাবুডুবু খেয়ে সন্ধি করছে অসতে।
ধোঁয়াশার বুকে গা ভাসিয়ে আত্মশুদ্ধি করে যখম,
তুখোড় সময় বৈরী হলে সকল স্বপ্নের ভাঙে পেখম।
সভ্যতারই চাদর মুড়িয়ে নিজের স্বপ্ন করছে খুন,
বিমূঢ় শূন্য কাতর মানুষ দই ভেবে খায় বাঘা চুন।


সূর্য ডোবার সন্ধাবেলায় আর ভাসেনা পড়ার সুর,
কোমল সুদিন বিলীন হয়ে ভোঁতা হচ্ছে জাতি খুর।
শিক্ষা সনদ হচ্ছে ভারী ব্যবহারে নেই স্রিষ্টাচার,
শিক্ষক গুরু পায়না সম্মান কোথায় তার প্রতিকার?
পিতামাতার কসিদমে শাণিত হয় না অস্ত্রের মুখ,
সভ্যতারই গুড়ো পোকায় হৃদয় দেহে করে অসুখ।


অধ্যায়ন পাড়ে স্বপ্ন কুঠির স্পর্শে নেই কারো মন,
প্রেম-পিরিতির ভঙ্গুরতায় করছে সদাই আলিঙ্গন।
গীবত চর্চার আসর বসে টিচার শূন্য হলে ক্লাস,
টিচার ছাত্রীর প্রেমের গল্পে নিত্য তারা খাচ্ছে ক্রাশ।
বিকেলবেলায় খেলার মাঠে আর ছোটেনা ছাত্র কেউ,
মুঠোফোনের প্রেম আলাপে তোলে তারা অসীম ঢেউ।


লেখাপড়ার পিন্ডি চটকে প্রেম মাঠে করে সেঞ্চুরি,
অনলাইনের সৈকত পাড়ে নগ্নতার নাচ নেই জুড়ি।
ক্ষণ মোহের ভেলায় চড়ে দুলছে তারা গা ছেঁড়ে,
শিক্ষা বিমুখ এ জাতিকে ধরবে বলো কে তেড়ে?