সবাই গরিব এই সমাজে
কেউ বা গরিব মনে,
কেউ বা গরিব সু সম্মানে
কেউ বা গরিব ধনে।
কৃষক গরিব জমি-জমায়
মজুর গরিব টাকায়,
কেউ বা গরিব কৃপণতায়
কেউ বা গরিব সখায়।
রাজা গরিব সন্তানে-তে
মন্ত্রী গরিব রাজ্যে,
রানী গরিব ভালোবাসায়
জীবন কাঁটে সহ্যে।
ডাক্তার গরিব মোটা টাকায়
রোগী গরিব মুক্তি,
এই সমাজে সবাই গরিব
দিচ্ছি আরো যুক্তি।
কাঁঠের গরিব কাঠুরিয়া
ফুলের গরিব মালি,
ভাতের গরিব পথশিশু
ছুটছে মেখে কালি।
বাঁজা গরিব সন্তানেরই
এতিম গরিব মায়ের,
প্রতিবন্ধী গরিব চোখের
কেউ বা আবার পায়ের।
কেউ বা গরিব জ্ঞানও বুদ্ধির
কেউ বা গরিব পিতার
সবাই গরিব এই সমাজে
যুক্তি দিব কি,তাঁর।
--------স্বরবৃত্ত ছন্দ----------