পুব আকাশে সুরুজ হাসে
রঙিন ঘোমটা তুলে,
আলোর কিরণ করে নাচন
শিশির ভেজা ফুলে।


ঘাসের ডগায় শিশিরকণা
মুক্তো যেমন জ্বলে,
রাখাল ছেলে লাঙ্গল নিয়ে
মাঠের দিকে চলে।


সোনা রবির জোয়ার এলো
জগৎ নদীর গায়ে,
ঢেউয়ের ঠোঁটে আলো ভাসে
শব্দ নূপুর পায়ে।


কান উচিয়ে সবুজ কানন
আলোর প্রলেপ মাখে,
রাখাল ছেলে হেঁটে পৌছে
মোহন নদীর বাঁকে।


হাটু পানির নদ পেরিয়ে
ধরে লাঙ্গল উরু,
ফুল-কানিবক পুঁটি দিয়ে
করে খাবার শুরু।


শাপলা-শালুক মাথা তুলে
ভাসে নদের জলে,
কিচিরমিচির পক্ষী কাকন
ডাকে বকুল তলে।


রবির আবির মেকাপ করে
সাজে ভুবন নতুন,
রবির মালিক স্রষ্টা আমার
তাঁর প্রেমে সব মাতুন।