ভেঙেছে স্বপ্ন মহান নেতার,- খুলেছে লোভের দোর,
মুখের অন্ন কেড়ে নেয় যারা,তারাতো জাতীয় চোর।
কাঁদছে ক্ষুধায় নিরন্ন জন ----- পেটের অনল তাঁপে,
মানুষের মাঝে জানোয়ার দেখে - বক্ষটা মৃদু কাঁপে।


ত্রাণের চাউল করে আত্মসাৎ ক্ষুধা পেটে মারে লাথি,
পশুর জগতে বাসিন্দা ওরা খেতাব দিলো যে জাতি।
পিতার নয়নে ঝরছে অশ্রু ------  শিশু মুখখান দেখে,
ভাতভাত করে তছনছ করে সারা গায়ে কালি মেখে।


"গরীব-দুখির পাশে আছি" বলে শ্লোগান দিচ্ছে যারা,
গোডাউন ভরে ত্রাণের চাউল- চুরি করে রাখে তারা।
কোন প্রজাতির রক্ত শরীরে চেকে দেখতে হয় - সাধ,
জলজ নাকি বন্যপ্রাণীতে ----- মিলিয়েছে তারা কাঁধ।


মহামারির-এ বিশাল কবলে ----- কাতর সবুজ দেশ,
গরীবের ত্রাণ চেটেপুটে খেতে সুযোগ নিয়েছে বেশ।
মৃত্যু শোকের কালো সমীরণ ভাসছে দেশের -- তটে,
ত্রাণসামগ্রী চুরির কৈশল ------ভরা যে চোরের ঘটে।


বিবেকের ঘরে আগুন লাগিয়ে মারছে যে মানবতা,
গরীবের হক সাবাড় করেছে ----- ইউনিয়নের মাথা।
ত্রাণ চোরদের বিচার চাচ্ছি -----দুখিদের আদালতে,
পাপ্য পাওনা বুঝ করে নিক - কিল ঘুশির হরকতে।
মাত্রাবৃত্তে