ভূলুণ্ঠিত চেতনা
নওশাদ আলম


একাত্তরের বীর সেনাদল কোথায় তোমার হাতিয়ার?
দেশ দিগন্তে শত্রু হাজির কেউ পাশে নেই স্বাধিকার।
তোমার চেতনা অন্তরে নিয়ে গড়তে চেয়েছি এই ধরা,
চতুর্দিকেতে দেশোদ্রোহীরা স্বাধীনতা করে আধমরা।


স্বদেশ মায়ের অটুট মমতা ঘোলাতে লেগেছে দুষ্কৃতি,
দেশ দরদীর মুখোশ লাগিয়ে করছে দেদাড় দুর্নীতি।
আমজনতার রক্তে খরিদ সোনার পাহাড় স্বাধীনতা,
সকল চেতনা করতে বিলীন অন্তরে গাঁথে ভুল প্রথা।


মুক্তিসেনার লালিত স্বপ্নে বজ্র পড়েছে সারাদেশে,
অধিকার লুট, বস্ত্রহরণ, মানব হত্যা করে হেঁসে।
মগেরমুলুক করার প্রয়াস কালো কুৎসিত অন্তরে,
স্বৈরাচার মেঘ জমাট বেঁধেছে বাংলাদেশের বন্দরে।


কোথায় তোমার আগ্নেয়াস্ত্র কোথায় তৃক্ষ্ম মনোবল?
তোমার স্বপ্ন করেছে বিলীন অশ্লীলতায় দেখি ফল।
জেগে ওঠো বীর মুক্তিযোদ্ধা রক্ষা করতে প্রিয় দেশ,
দামামাহ্ স্বরে কম্পিত করে দেশের শত্রু করো শেষ।


তোমার চেতনা হৃদয়ে ধারণ করতে ভোলে যে আত্মায়,
স্বাধীন দেশের মানচিত্রটি খুঁজবে পরের মোহনায়।
গৃহযুদ্ধের আগাম বার্তা পাচ্ছি দেশের সীমানায়,
অশান্তি রেশ উঠবে ফুঁসলে প্রতি সংসার কিনারায়।


অপূর্ণ ক্ষতি সম্মুখে এসে করছে অধীর অপেক্ষা,
ভূলুণ্ঠিত সে চেতনা বিধানে রয়েছে জাতির সুশিক্ষা।
ভিনদেশি ওই শত্রুর মত ঘরের শত্রু করো দূর,
নইলে ঘরকে করবে উজাড় থাকবে না যে কণ্ঠে সুর।
মাত্রাবৃত্তে