প্রজ্ঞা  বলিল
শূন্য ব্যাক্তি
সুখ নাই ললাটে।


নিজের চিত্তে
অশ্রু ঝড়িলো
ইলাহি তাহা জানে।


অহনের পর অহ
নিশার পরে শর্বরী।


দু,হস্ত তুলিয়া ক্রন্দন
শুন্য ব্যাক্তি
ভাগ্যে মোর অতিশয়
তুৃমিই পারো
ঠিক করিতে ইলাহি।


ভক্তের ক্রন্দনে
ভাগ্যের লিখন
উল্টিয়ে ফেলিলো ইলাহি।


ললাটের ভাগ্যে রুপ নেয়
চেষ্টার অবকাশে।