আমি কবি,কে করিবে আমায় বিশ্বাস,
কেনইবা করিবে যার নেই কোনো বুদ্ধিমত্তা
আছে শুধু বোকামিটা
নেই কোনো গুছিয়ে কথা বলা
লোকে বলবেইতো আমি যে কবি না
আছে কি আমার কবির ভাব ?
লিখেছি অনেক গল্প কবিতা
পাইনি কোনো স্বার্থকতা
পেয়েছি শুধু লাঞ্ছনা আর
মূর্খদের কাছে অবমাননা।
চাইনি কবি হতে
লোকে বলে আমায় কবি যে,
আমার কি দোষ লিখেছিতো মনের আবেগ।
তাই হয়েছে গল্প, কবিতা, ছোট বড় নাটিকা,
মনের মাঝে কতো লোকের কাহিনী
তাইতো লিখেছি ছোট বড় গল্প
কবিতা ও স্মৃতি কথা ।
যেদিন আমি ফিরে পাব কবির স্বার্থকতা,
সেই দিন আমি পাবো
আমার মৃত্যু বার্ষিকীতে সম্মাননা
দেখো, দেখো, সেই কাজী নজরুল ইসলাম
আর রবীন্দ্রনাথের স্মৃতি কথা,
তারাও তো পেয়েছে একই ব্যাথা