আমার মায়ের মৃত্যু দিবস
২৫ শে   মার্চ
মোর অক্ষির অশ্রু  ঝরে
কিভাবে বন্ধ করবো
অক্ষির অশ্রু
মন যে মানে না
যার এই সম্পদ হারিয়ে গেছে
সেই তো বোঝে
কেউ বলে না আমায়
সোহাগ লক্ষী সোনা
জড়িয়ে আঁচল তলে
শান্তির শয়ন পাইনা মা
কোনো স্বর্গ সুখের নীড়ে।
দিনের পড়ে বছর হচ্ছে
যুগের পরে যুগ
তোমার ভালোবাসা থেকে
আজীবন বঞ্চিত হবো
এই আমার  বড় দুখ