আমি কালে কালে রিযিক হবো
সৃষ্টি কর্তার হুকুমে
শত অংশে ভাগ হবো
নিজের পড়ে থাকা মৃত দেহ
কিট পতঙ্গের ক্ষুধার রিযিক
সৃষ্টি কর্তার হুকুমে
পচে খসে উদ্ভিদের খাবার
বাকি অংশ মৃত্তিকা মিশে
শেষ হবে পুরো পাঁচ হাত দেহ
শুধু শুন্য পাখিটা রুপ নিবে ভিন্ন
ভালো মন্দ স্বভাবের উপর
শতবার জন্ম নিব
বার বার হবো রিযিক
এই পৃথিবীর বুকে
মায়ার বাঁধন কালে কালে
শুধু রুপ হবে ভিন্ন ।
আমি কালে কালে রিযিক হব
সৃষ্টি কর্তার হুকুমে