ছোট, ছোট, দেখা মনে মনে কথা
আমি ভালবাসি তারে।


সে যে আমার মনের অন্তরে
সেও বলেনি, আমিও বলেনি
দুজন দুজনায় কতভাল বাসি।


হৃদয়ে হৃদয়ে কত ছায়াবানী
গভীর রাতে স্বপ্নে ভাসে দূজন দুজনার ছবি।


আমি বলব তারে, আমি তাকে ভালবাসি।
সেও বলবে আমায় সে ভালবাসে


ছোট ছোট ভুলে প্রকাশ হলো নারে
দুজনার প্রেম অজানায় রয়ে গেলো।


যত দিন যায় তত প্রেম হয়
আমি বলিনি কখনো তারে ভাল বাসি।
আমাকে সে বুঝিয়েছে,আমারে সে ভালবাসে।


আমি বুঝিনি তাহার মনের আবেগের অনুরাগে ।
অজানা প্রেম হয়ে গেল নিরুপায়


অর্পিতাকে ডাকে তার গুরুজনে
তাহাকে বলিল হায়
বিয়ের সমন্ধো তোমায় দেখিতে চায়।


ভয়ে ভয়ে বলিল আমার প্রেমেরই অর্পিতা।
আমি একজনকে ভালোবাসি


গরুজনে বলিল হায় ,তোমাকে সে চায় কিনা?
উৎসাহিত হয়ে অর্পিতা,নিরবে আমায় ডেকে


বিষ্টি অঝড় রাতে কহিল,
তাহার মনের বাসনা নির্ভয়ে।


আমি ভূল করে বলেছিলাম তারে
অপেক্ষা কর তুমি একটু সময়ের তরে।


আমারে বলিল সে,সময় পাবো না যে
কেঁদে, কেঁদে আখি দুটো জলে
চলে গেল হাত আমার ছেড়ে
বুঝিতে পাড়িয়াছে বলে ,অর্পিতার গুরুজনে।


ঘটকের কারসাজিতে অর্পিতার
বিয়ে ঠিক হল অনেক দুরে।


যেই শুনিলাম ঠিক হয়েছে,আমার প্রিয়ার বিয়া।
ঠিক তখনি ব্যাকুল হইলাম
তাহাকে কাছে পাইবার।


ভয় ডিঙিয়ে তাহারে আমি ফোনে বলিলাম হায়!
তোমারে আমি বিয়ে করিব
চল আমরা পালাই ।


আমাকে কহিল আমার অর্পিতা
ইচ্ছে ছিলো তোমায় আমি
করবো জিবন সাথী।


ভাগ্যর লিখনে কথা দিয়েছে আমার গরুজনে।
সুখে থেকো ভালো থেকো
এই করি তোমায় দোয়া।


হৃদয় শূন্য আমি বোবা ব্যর্থ প্রেমিকা।
নিরব নিভূতে হৃদয়ের কাছে অর্পিতাকে হারাই।


ভূল হয়েছে বড় আমার ভূলের ক্ষমা নাই।