শ্রাবণের রজনীতে  একা
রুক্ষ বাদলের বর্ষায়
মনে পরে ফিরে দেখা স্বপ্ন।


আমি ও সে বৃষ্টিতে ভেজা
দু'জনের গাঁ ঘেষে শ্রাবণের বিকাল বেলায়।


নিরব অটবি নির্বিকার বাদলে
নীলিমার গাঁ যেন জলধরে ভরা।


মাঠে ঘাটে ব্যাঙের যৌবনের ডাক
চুয়ে চুয়ে বৃষ্টির বারি
তৃষ্ণার্ত মিটাচ্ছে প্রিয়া ও আমায়।


হারিয়ে গিয়েছিলাম প্রেমের রাজ্যেয়
এমনি  সুখময় শ্রাবণের বিকেল বেলা।


আচমকে স্বপ্ন ভেঙে যায়
প্রিয়া যে হারিয়ে গেছে মনে নেই আমার
স্নানের ছল করে আসিত গাঙে
আমার সাথে দেখা করিতে
আমি ও যাইতাম প্রিয়াকে দেখিতে।


বাজ পরিয়া আমার প্রিয়ার
সুচারু তনু গাঙে গেছে ডুবিয়া
কেশ ছরিয়ে বারিতে ভাসিয়া


অবেলায় যাবে যে চলে আমাকে ছাড়িয়া  
মোর হৃদয়ের ক্রন্দনের অশ্রু ঝরে
দেখাবো কি ভাবে।


এ হৃদয়ে প্রিয়া ছাড়া অন্য কাউকে
স্থান দিতে পারবোনা


যে  যাই বলুক
আমি থাকবো চির কুমার  হয়ে
হবে দেখা পরপারে
সেদিন আর থাকবেনা কোনো বাঁধা
দুজনার হবে মিলন মেলা।