আল্লাদি
🌺
হিজুলিয়া এক ছোট্টচর চতুর দিকে পানি
সেই চরেই বসত করে আল্লাদি দুখিনী।


🌼
এক কালে তাঁর সবই ছিলো সুখের সংসারে
সেই সব আজ শুধুই স্মৃতি বেদনার আঁধারে।


🌻
যমুনা নদীর গর্ভে গেছে, জমি আর ভিটে- মাটি
সুখ যেন তাঁর নিয়োতির খেলা চড়ুইভাতি।


💮
দুটি সন্তান নিয়ে তাঁহার অভাবের সংসার
পরের বাড়িতে কাজ করে সে, দিন করে পার।


🌾
এবারের বানে, ভাঙ্গন ধরেছে হিজুলিয়া চরে
আশ্রয় হারা হলে আল্লাদি, বাঁচবে কি করে!


🍀
বললাম আমি, ভাঙ্গলে বাড়ি কোথা আশ্রয় নিবে
দীর্ঘশ্বাস ফেলে, দ্রহে আল্লাদি রইলো নিরবে।


🍁
কিছুক্ষণ পরে, দৃঢ কন্ঠে সে, বলে পাইনা ভয়!
বিপদ রুধিতে না পারলেও করতে পারি জয়।


🌿
আরো বার বার, ভেঙ্গেছে বাড়ি যমুনার গ্রাসে
ধরেছি হাল শক্তহাতে প্রতিসর্বনাসে।


🌱
আমার রক্ত ও নদী ভাঙ্গন একসাথে খেলাকরে,-
নিঠুর এই যমুনার সনে বাঁচি সংগ্রাম করে। 🌷