সর্পিল রাস্তার ধারে অগুনিত বৃক্ষের আছে সারি
পিচঢালা রাস্তায় চলে হরেক রঙের স্বপ্নীল গাড়ি।
পঙ্খিরাজে সওয়ার হয়ে যেতে হয় মোর গাঁ
আনন্দে মনটা নেচে ওঠে তার মাটিতে পড়লে পা।


আদর সোহাগে গড়া তার নির্জলা সবুজ হৃদয়,
সুদূর থেকে মায়ার জালে সযত্নে  বেঁধেছে আমায়।
গাছে গাছে বাসা বাঁধে পানকৌড়ি, বকসহ সহস্র পাখি,
পুকুর পুসকনের স্বচ্ছ জলে সবার জুড়িয়ে যায় আঁখি ।


এমন রূপসী গ্ৰাম যদি দেখে যেতেন কবি জীবনানন্দ,
কবিতায় খাতায় ফুটে উঠতো তাঁর অপার আনন্দ।
রাজশাহী ভেতরে জেগে থাকা এযেন আরেক বাংলাদেশ,
আমার গ্ৰামে আছে বিশ্বের উদারতা, মনোহারিতা অশেষ।


সহজ, সরল, উদারমনা আমার গ্ৰামের লোক,
হাসি মুখে মেনে নেয় সকল দুর্দশা- দুর্ভোগ ।‌
এখানে আকাশে ভেসে থাকে একফালি মায়াবতী চাঁদ,
জোৎস্নার আলোয় দৃশ্যমান হয় তার লাবন্য নিখাদ।


গ্ৰীষ্মকালে গাছে শোভা পায় আম, লিচু আর জাম,
অমূল্য সোনার চাদড়ে মোড়া মোর ঝিকরাপাড়া গ্ৰাম।


১৮ সেপ্টেম্বর ২০২১, রংপুর।