মানবজীবন আজ সংকীর্ণতার বেড়াজালে বন্দি
আপনাকে নিয়ে বড়ই ব্যস্ত সবাই আজ
পরার্থপরতা ,পরচিন্তার কথা  হয়েছে অপ্রাসঙ্গিক
বস্তুবাদ, ধনবাদ বা পুঁজিবাদে মজেছে পৃথিবী
মানবতা যেন নির্জীব বাস্তবতা , স্বার্থের সাথে করে সন্ধি ।


অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কারাছন্ন মানব মন
অধর্মের চাদরে ঢাকা  পরাজিত পৃথিবী
শোষক , নিপীড়কদের  কবলে , ক্ষমতা আজ কুক্ষিগত
অযোগ্যতার দাঁড়িতে হচ্ছে যোগ্যতার বিচার  ,উদ্ভট সব
অনিয়ম পরিনত হয়েছে নিয়মে , উপেক্ষিত সব জনগণ।


মাস্তান আর সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে ভুবন
মূর্খ আর জ্ঞানপাপীদের হাতে পড়েছে বিদ্যা বিতরণের ভার
শিক্ষা আজ নিছকই পন্য সদৃশ, মেধা হয়েছে বিপন্ন ।
পরাধীন হয়েছে মানবতা, ভর করেছে অসীম জড়তা
জ্ঞানীগুণী সব যেন গৃহবন্দি, অর্বাচীনরা নিয়েছে আসন।


চারিদিকে আজ দিশেহারা মানুষের রোনাজারি শুনি
দরিদ্র থেকে হতদরিদ্রদের কাতারে নাম লিখিয়েছেন যারা
অপরাধ কি ছিল তাদের! অজানা এক রহস্যের জট হচ্ছে শক্ত
আকাশে বাতাসে অসভ্যদের উদ্দাম নৃত্য শুনে বোবা মানবতা
আহাজারি করে মরছে অবিরত,  দেশে বেড়েছে চোরের খনি।


চোরের কাছে চোরের বিচার হয়নি কোনকালে
আইন-আদালত অন্ধ হয়ে উল্টো দিকে চলে , তবুও কিছু মহাত্মা
আর কিছু সংগ্রামী জনতা, চেতনার আলোর মশাল হাতে যাচ্ছে এগিয়ে
অমানিশার ঘোর কাটবেই একদিন, আসবে নতুন ভোর , নতুন দিনের
নতুন প্রভাতে মুক্তি পাবে ধরনী,  যাবে এগিয়ে অগ্ৰগতির পানে ।


০৬ মে ২০২১, রাজশাহী।