অনেক হেঁটেছি আমি প্রাণহীন শহরের এদিক ওদিক
আশা ছিল মনে, যে চরম অনিশ্চয়তার স্বপ্ন দেখেছিলাম
তার কোনটাই হয়তো বৃথা যাবে না!
অনেক ভেবেছিলাম যে পাত্রে নিজের বিশ্বাসটাকে দ্রবীভূত
করেছিলাম তার বর্ণ কিছুটা ফিকে হয়ে যেতে পারে
কিন্তু পুরোটা বিবর্ণ হবে না!
যেখানে মন দেয়া নেয়ার তীব্র বাসনার মেঘ আকাশে প্রতিনিয়ত
জমাট বাঁধে ,লাল নীল বেদনার আস্তরনের বাতাবরণে,
হয়তো তার পুরোটাই অশ্রু হয়ে সহসাই ঝরে পড়বে না!


অনেক আশার বাতিঘরে প্রদীপের আলো যতই উজ্জ্বল,
আর লাবন্য ছড়াক, তার নিচের কালো দিকটা তো
সারাজীবন ধরে আলোহীন হয়ে রয়।
তাইতো ভাবি, জীবন মরনের নিষ্ঠুর এই সন্ধিক্ষণে
আশার মিছে ভেলায় আর কোনদিনও ভুল করে উঠবই না।
মিছে আশার ছলনে চাতক হয়ে কারো পানে আর চাইব না।
আঁধার রাতে হাতড়িয়ে পাওয়া তারার আলো, নিভে যেতে দিব না।
তোমাদের এই শহুরে  চাকচিক্য আর ভ্রান্ত জৌলুস আমাকে আর
কোনদিনও মায়ার ফাঁদে আটকাতে পারবে না।


আমার স্বপ্নের শহর নিজের মতো করে সাজিয়ে নিব নীলিমা মিশিয়ে
ছিল যত শূন্যতা, বিশ্বাস ভঙ্গের ম‌ৃদু ভয় সবটাই যাবে বিলীন হয়ে।


( ১ আগস্ট ২০২১, রাজশাহী)