দেশের হাওয়ায় পাগল ভেসেছে
শুভবুদ্ধি এখন অস্তাচলে।
জ্ঞানহীনতার এই অচিন পাঠশালাতে
আমজনতা আজ দোলাচলে।
পাগলদের মুখে অলিক কথার ফুলঝুরি
আর পাগলাটে প্রলাপে দিন কাপায়।
সবখানেতেই বেড়েছে তাদের আনাগোনা
বাংলার মোসাহেবদের কে থামায়!


নামি দামি ব্যক্তির তারা সামনে থাকে
পান্ডিত্য ভরা ওদের আলাপন।
অর্থের দাপটে টগবগিয়ে ছুটে বেড়িয়ে
আষাড় গল্প বুনে সারাটা ক্ষণ।
এসব পাগলদের দেখি সিনেমা নাটকে
রাজনীতির পালে দেয় হাওয়া।
ব্যক্তিপূজাতে এরা বড্ড ব্যস্ত সারাদিন
অভিলাষ ক্ষমতায় বসতে চাওয়া।


নিজের ঢাক এরা ঢের জোরে পেটায়
অন্যের ঢাকে শুধু ধরে ফাটল।
অঘটনের নিরব পটিয়সী চাটুকারেরা
তেল মারার নীতিতে সদা অটল।
এখন পাগলের আধিক্যে লোক সমাজের
রন্ধ্রে রন্ধ্রে পাই পচনের আলামত।
অধঃপতনের আজব উদ্দাম নৃত্যে স্তম্ভিত
আপামর বাঙালি জাতি জনপদ।


গোল্লায় যেতে বসা এই বঙ্গ সমাজে
পাগলদের বসেছে হাট বাজার।
সুকুমার বৃত্তির প্রলয় লগ্ন ঘনিয়ে এলে
ধ্বংস যজ্ঞের কে নেবে দায়?
পাগল নিয়ে আজ খেলতে বসেছে যারা
জাতীয় দুর্দিনে তাদের পাব কোথায়?
রসাতলে যেতে বসা দেশের এই ক্রান্তিকালে
জ্ঞান গরিমা ডুবে যাচ্ছে নীল দরিয়ায়।


০৪ আগস্ট ২০২২, রংপুর।