ডুবতে বসেছে পথ,  তলিয়ে গেছে ঘাট
বাংলার কম্বল চোরের উত্তরসূরীরা
এখনও চলনে বলনে দুস্তর পরিপাট।


যে ছিল আগে দুস্থ তালপাতার সেপাই
হঠাৎ আঙ্গুল ফুলে মস্ত কলাগাছ
তার নাড়ি নক্ষত্রের খবর আর কে পায়!


আগে ছিল যে পাড়ার পাতি মাস্তান
বৃহস্পতি চরম তুঙ্গে এখন তার
সবার কাছে সদা মাননীয় সুসন্তান।


এলাকার মাদক ব্যবসায়ী প্রজন্ম ধ্বংসকারী
রাজনীতির নিরাপদ ছাতার নিচে এসে
হয়েছে আরও দুরদমনীয় দুর্বার প্রলয়ঙ্করী।


দুটাকার বিনোদন বিক্রেতা জননেতা সেজে
দেশ প্রেমের আষাঢ়ে গল্প রচনা করছে
রোজ সকাল সন্ধ্যা পীর পুরোহিতের বেশে।


স্বেচ্ছা দেওলিয়া ঘোষিত প্রতারক ব্যবসায়ীগন
ব্যাংকের সহায় সম্পত্তি লুণ্ঠন করে
রাজনীতিতে সপে দিয়েছে ধ্যান জ্ঞান মন।


পেছনের বেঞ্চে বসা অমনোযোগী ছাত্রগন
রাজনৈতিক লেজুড়বৃত্তির ক্রীড়নড়ক
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মগ্ন সারাক্ষণ।


লাল নীল হলুদ রঙে রঙিন ভার্সিটির পন্ডিত মহাশয়
সৃষ্টিশীলতা ও মননশীলতায় আগ্ৰহের চেয়ে
রাজনীতি আর তোষামোদিতে এখন ব্যস্ত অতিশয়।


এক কালের তরুণ নির্ভীক প্রতিবাদী লেখক সমাজ
লোভ, লালসা আর মিছে ভয়ের বশীভূত হয়ে
জলাঞ্জলি দিয়ে চলেছেন নীতি- নৈতিকতা লাজ।


বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী তথাকথিত সংস্কৃতিমনা সাধু
পাওয়ার আশায় তেল মর্দনে ব্যস্ত অধিক তাই
বিবেকের দংশনে দগ্ধ হবার  ফুরসৎ মেলে না কভু।


এদেশে স্বার্থের চোরাবালিতে আটকে গেছে মানবতা
পাঁচ দশকের পট পরিক্রমার ক্রান্তিলগ্নে সবই
লাগে উদ্ভ্রান্ত স্বপ্নলোকের পথে এক উদ্ভট অভিযাত্রা।


৯ জুলাই,২০২২, রাজশাহী।