হে আমার আত্মা বলো, কী তোমার অভিলাষ?
কী চাও তুমি বারবার, কেন এত অতৃপ্ত?
কেন এত অভিমান তোমার, কিসের এত দীর্ঘশ্বাস!
সব চাওয়া কি হয় পূর্ণ, নাকি সবই চূর্ণ বিচূর্ণ?
হে আমার চিত্ত, কেন তুমি আজ এত অতৃপ্ত?
কী হয়েছে তোমার, কেন এমন নির্জীব সাজ?
কি এমন করেছো কাজ, কেন এত অনুতপ্ত?
কেন এত পশ্চাৎপদ, কুন্ঠিত, কেন এত লাজ?


হে অতৃপ্ত আত্মা তোমার প্রভুর নিকট শির কর নত
পুরন হবে মনোবাসনা, অব্যক্ত সংকল্প ছিল যত।
হতাশার ঘোর অমানিশা অচিরেই কিংবা কিঞ্চিৎ পরে
মিলিয়ে যাবে দূর দিগন্তে, তুষ্ট তুমি হবে মন প্রাণ ভরে।
হে চিত্ত, দৃঢ় কর বিশ্বাস তোমার প্রভু চির মহান ও মহীয়ান
দূর করবেন জড়তা তোমার যদি হও তার পানে আগুয়ান।
পাপ যাবে সম্পূর্ণ মুছে, প্রশান্তির সমীরনে হবে উজ্জীবিত
মন মন্দির জুড়ে শীতল দীপ্তির ধারা, বহমান রবে অবিরত।


২২ এপ্রিল ২০২১, রাজশাহী।