আমাকে তো কেউ বলে না
এতটা কষ্ট পাওয়া ভালো নয়।
আরেকবার মোছ জল।
মৌনতার প্রাসাদ ভেঙ্গে
চেয়ে দেখো;
উড়ে যাওয়া গাঙচিল।


স্বচ্ছ প্রণয় জলে ডোবাও মন
কমে যাবে হৃদয়ের খর তাপ।
আমাকে তো কেউ বলে না
খুব বেশী মনে রাখা ভালো নয়।
কিছু স্মৃতিকে বানাও বৈশাখী ঝড়
উড়ে যাক নিয়ে সাথে
তার আপন গতি পথ।


আমাকে তো কেউ বলে না
পুরুষের ভেঙ্গে পড়া মানায় না!
বরং এই নাও হাত;
ছুঁয়ে দেখো মৃত্তিকা শরীর।
-------------