........................................................
খুঁজে নেবো পরাণে
কাঙাল শাহীন


এইখানে আমাকে পাবেই, একান্তে নীরবে–
এইখানে অপেক্ষা ছুঁয়েই ফুটে থাকি কেবলি গোলাপ হয়ে।


এইখানে নীলিম আকাশ, স্বচ্ছ নদীজলে মিশে রয়।
এইখানে পাখিদের উৎসব গীতে, পরাণে পরাণ স্বপ্ন ভাঙে।


কোন এক সন্ধ্যার বাতাস হয়ে এসো -
দেখবে তোমাকে প্রিয় গন্ধে গন্ধে খুঁজে নেবোই পরাণে ৷


............................................................
'তার জন্য' সিরিজের কবিতা ' খুঁজে নেবোই পরাণে ' : ১০