মানুষ মরে যায় যে ভাবে
কাঙাল শাহীন


প্রতিটি প্রথম ভোরে বকুল কুড়াই,
সেই কুড়ানো বকুল ফুলে গাঁথি মালা
কোমল হাতের ছুঁয়াতে প্রতিটি ফুল পাশাপাশি এলে
যখন একটি পূর্ণ মালা হয়, তখন মালাটি-
ইচ্ছে করলেই ছিঁড়ে ফেলা যায় না কখনো


আজও ভোরের বাতাসে ধূলিতে কুড়িয়েছি ফুল
ক্ষত নষ্ট ফুলও এনেছি কুড়িয়ে ভালোবাসার চোখে
ভালোবেসে একবার ঘ্রাণ নিলে, ক্ষত ফুলের শোকও-
নীরবে অম্লান হয়ে যায়


এইসব ফুলের মালায় একটা জীবন্ত প্রেম যখন পেয়েছি
সেই থেকে প্রিয় জীবনানন্দের কবিতার ভাঁজে ভাঁজে রাখি।


একদিন মানুষ সকল ভালোবাসা শূন্য হলে
উড়নাউড়া বুকের উঁচুতে পড়লে বিষাদের রোদ
বিষণ্ণ চোখের কষ্ট নিয়ে মরতে চাইবে সকাল-দুপুর-রাত


মানুষ কষ্টের সীমানায় এলে মরে যায়;
মানুষ সকল ভালোবাসা শূন্য হলে মরে যায়।
  
  ২৩-১১-২০১৯