হৃদয়ের চেয়ে বড় কিছু নেই
কাঙাল শাহীন


হৃদয় গ্রন্থখানি তোলে রেখেছি-
প্রেমের আবরণে মুড়িয়ে;
কেউ না জানুক, এই কঠিন সত্য


যদি কখনো পুড়তে চাও -
চোখে চোখ রেখে,
তবে- হাত রেখো বুকে,
চিবুকের নিচে ঠোঁট নেড়ে নেড়ে
জ্বালিয়ে গোপন আগুন পুড়িয়ে নিও তাতে


কারো কারো পুড়তে হয়
কারো কারো পুড়াইতে হয়
সামান্য ভেঙে দিয়ে, গড়তে হয় বহুতল নীড়।