.................................................
সেই প্রিয় রুমাল
কাঙাল শাহীন


কেউ কেউ তোমার থেকে নিয়ে বেঁচে আছে
আর আমি তোমার অপেক্ষায়-
দিনকে রাত,  রাতকে দিন করে
বছর বছর স্মৃতির ক্যালেন্ডার ছিঁড়ি।


এ বছর আর পুড়াইনি স্মৃতির ক্যালেন্ডার!
প্রিয় সরষেফুলের মতো,
তোমার উঠোন-গোপাট ছবি ছিল সেখানে।
অনেকটা বছর পর কথা হলো, গান হলো
অতঃপর সেই প্রিয় রুমাল খুলে দেখি
সূতি সুতোয় আমারি নাম লিখা।


............................................
'তার জন্য' সিরিজের কবিতা ' সেই প্রিয় রুমাল' : ৪