আমেজ রাঙা শীতের ছোঁয়া
এম ইব্রাহীম মিজি


হীম কুয়াশার চাদর মুড়ী
আসছে ধেয়ে শীতের বুড়ী
সবুজ শ্যামল দেশটাতে,
কেমন করে শীতটা তাড়াই
রাত পোহালে হাতটা বাড়াই
গরম রোদের চেষ্টাতে।


থর থরো থর কাঁপছে বুড়ো
মাসি পিসি কিংবা খুড়ো
শীতের কাঁপন অঙ্গেতে
প্রতি বছর শীতটা এসে
রশনা ভিজে খেঁজুর রসে
স্বাদের প্রিয় বঙ্গেতে।


ভাপা পিঠা মুড়কি মোয়া
আমেজ রাঙা শীতের ছোঁয়া
লাগলো দোলা মনটাতে
শিশির ভেজা সবুজ ঘাসে
ঝিলমিলিয়ে সূর্য হাসে
পৌষ পার্বনের ক্ষনটাতে।