শ্বাপদে শঙ্কিত রাজনীতি
এম ইব্রাহীম মিজি


রাজনীতি তুমি সেই কবে হারিয়েছ
তোমার সত্য শ্রী আবরণ
দুর্মূল্যের বাজারে মিথ্যাই এখন জয়ের বরপুত্র।
নগ্ন গণিকার উদ্দ্যাম নৃত্যের মত
তোমাকে নিয়ে চলে নষ্টাদের খিস্তি খেউড়।
রাজনীতি তুমি আজ ক্ষুধার্তের কাছে
ঝলসানো রুটির মত দুরাশার বাঁকা চাঁদ
আশা আর স্বপ্ন ভঙ্গের গ্যাড়াকলে
তুমি আর কতকাল জিম্মি হয়ে থাকবে?
আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়নের শিকল ভেঙ্গে
তুমি চলে এসো জনতার মিছিলে
তোমার কাছে কৃষকের প্রত্যাশা ছিল
অধিকার বঞ্চিত মানুষের বুক ভরা স্বপ্ন ছিল
তাদের স্বপ্ন পূরনের অঙ্গিকারের কথা ািছল
অথচ তুমি আজ-
প্রাসাদ ষড়যন্ত্রের স্বপ্নে বিভোর, রক্ত নেশায়
হিংস্র শ্বাপদের মত অনিশ্চিত গন্তব্যের দিকে ছুঁটছ।
রাজনীতি তুমি আবার ফিরে এসো
কুমারের কাছে-কামারের কাছে
অজোপাড়া গায়ের ক্ষুধা দারিদ্র পীড়িত
অধিকার বঞ্চিত অনাথ শিশুদের কাছে
অনাহার ক্লিষ্ট শীর্নকায়া আমজনতার কাছে
আতংকের ককটেল সেজে পঙ্গুত্বের
অভিশাপ নিয়ে নয়;
তুমি ফিরে এসো শান্তির সুষম বারতা নিয়ে।
খোলাফায়ে রাশেদীনের যুগের মত
কেনো তুমি শোষিতের কথা বলতে পারনা
কেনো তুমি সত্য ও সুন্দরের পথে চলতে পারনা
কেনো তোমার পায়ে পায়ে আজ মৃত্যুর হুলিয়া?
রাজনীতি তোমার শবদেহ নিয়ে আজ
শকুনীরা করে ব্যবচ্ছেদ!
রক্ত পিপাসু অশরীর বন্ধ কুঠিরে
আর কতকাল মৃত্যু লাশের মহড়া দিবে?
রাজনীতি তুমি আবার বাঁশিতে সুর তোল
হৃদয়ের অন্দরে বন্দরে, বুভূক্ষ প্রান্তরে
জাগিয়ে তোল ঘুমন্ত এই জনপথ ও
মৃত্যু প্রায় এ জাতিকে,
আর নতুবা-মুছে ফেল আমাদের যত সব অর্জন,
রক্তস্নাত একাত্তর, অমর একুশে ফেব্রæয়ারির
বিপ্লবী যত গান, অযুত কবিতার শব্দ সম্ভার ।
রাজনীতি তুমি গণ মানুষের প্রত্যাশা
পুরনের অঙ্গিকারের আলো জ্বালো
তুমি মাটি আর মানুষের কথা বলো
তুমি শিকড়ের কথা বলো
যদি তাই না বলো-
তোমার কফিনে পেরেক ঠুকে, আমরা
তোমাকে মৃত্যু বলে ঘোষণা করবোই... করবো।