শরীরের ভাষা বুঝি না
এম ইব্রাহীম মিজি


যোগ-বিয়োগ, গুণ-ভাগ, ভারিক্কি
সব হিসেবের নামতা বুঝি
ক্রোধে উন্মাতাল বিক্ষুদ্ধ সাগরের
ঢেউয়ের ভাষা বুঝি
বিরহী ব্যথায় কাতর দূর পাহাড়ের
কান্না বুঝি
গভীর রাতে শীতের তীব্রতায়
কষ্টের ধারাপাত বুঝি
গণিতের যত সব জটিল কঠিন
সুত্র বুঝি
আকাশে মেঘের গর্জন দেখে
ঝড়ের পূর্বাভাস বুঝি
শুধু বুঝি না তোমাকে
বুঝিনা তোমার শরীরের ভাষা।