ভালোবেসে অবশেষে
এম ইব্রাহীম মিজি


তোমায় যেদিন প্রথম দেখি লাগল ভালো কিযে
মিষ্টি কথার মধুর স্রোতে মনটা গেল ভিজে।
ভালোবাসার যা উপমা সব দিয়েছো ঝেড়ে
লাজুক চোখের মিষ্টি চাওয়ায় মন নিয়েছ কেড়ে।
বললে সেদিন তোমার কাছে আমি দামি হীরে
আমি ছাড়া ব্যর্থ জীবন দিলেই মাথার কিরে।
তোমার যত চাওয়া পাওয়া সব দিয়েছি ঢেলে
হঠাৎ তুমি উড়াল দিলে ব্যথার আগুন জ্বেলে।
মুখে ছিলো মধুর বাণী বিষ ছিলো তোর বুকে
উগলে দেওয়া বিষের জ্বালায় মরছি ধুকে ধুকে।
আমার ঘরে কাল বৈশাখী যখন দিল হানা
তুমি আমার কেমন প্রিয় তখন হলো জানা।
ভালোবেসে অবশেষে ভাঙলে যে মোর বুক
সেদিন থেকে বুকের মাঝে আগুনজ্বলা সুখ।
এই আগুনটা এতই তীব্র দাউ দাউ করে জ্বলে
তুমি হারা কষ্ট কি যে কার কাছে যাই বলে?
ভালোবাসা ভালো নয়রে বলতে না আর পারি
শোকের চিতা বুকের ভেতর দারুণ আহাজারি।
ভালোবাসার মানে হলো হার জিতের বন্ধন
দুইজনার মন এক না হলে বাড়ে যে ক্রন্দন।
দৃষ্টি জুড়ে ঘুমের চাদর আর হৃদয় মাঝে প্রেম
এমন প্রেমে আলো ছড়ায় নেই কোন প্রবলেম।
লাইলী মজনু, শিরি ফরহাদ দুই দেহে এক প্রাণ
মনের মাঝে প্রেমের মিলন খোদার অপার দান।