যতখানি হয়ে রই চুপ
ডুব দিই তারও অধিক গভীরে
বুকের কাঁপনে উচ্চারিত শব্দের পৃষ্ঠে শব্দ,
ক্রমশ নিস্তেজ হয়ে আসা প্রতিধ্বনি, আর-
ফুরিয়ে আসা নিঃশ্বাস জুড়ে শুধু তুমি।


মন আর দমের দূরত্ব না বোঝার দায়ে-
মৃতপ্রায় প্রেমিকের অংক মেলে না।
তোমাকে মনে হয় শুভ্র আসমান, আর-
প্রেম যেন অথৈ সমুদ্র!
নিশ্চুপে ডুবছে নিরুপায় প্রেমিক।


মেঘের ছায়া নামে জলে
শিহরিত কায়া যেন তোমার আলিঙ্গন,
যখন ঢেউয়ের নাচনে ভাসছে মেঘের ভেলা
তখনই ডুবে যায় বেলা, হেলা নয় এইতো নিয়ম
গভীরে ডুব যেমন প্রেমিকের।