তোমায় দেখি বিষণ্ণ রাত,
সুর বাজে কি এক ঘুমের ভেতর,
ছাই রঙে সব সকাল ফেরে, আমার ঘোর কাটে না।


শুনি তোমায় ক্লান্ত দুপুর,
একটি একলা পাখি ডাকে যখন,
বুকের ভেতর গতি বাড়ে, যেন যৌবনা দুধকুমার।


তোমায় খুঁজি রোজ গোধূলি,
মান্ধাতার নৌকা এক খুঁজে ফিরছে পাল যেমন,
শ্যালো মেশিনের কান্না শুনি আমি; যেন তোমার অট্টহাসি!