এইসব গরমেও তুমি সমান বিরহ হয়ে আসো,
যেমন এসেছিলে বিগত শীতের কনকনে ঠান্ডায়;
অন্তত দ্বিগুণ হয়ে এসো অনাগত বর্ষায়!


এক ফোঁটা বৃষ্টি, জল দু'ফোঁটা চোখের,
হাওয়ার দাপট এতটাই যেন শীত-গ্রীষ্ম হয় একাকার;
গুমোট ঘরে তুমি-আমি শুধু আর হাহাকার!