ছড়া লিখি ঝিলের জলের,
ছড়া লিখি দূর্বা-দলের।
ছড়া লিখি লোকগানের,
ছড়া লিখি সোনালী ধানের।
ছড়া লিখি শীতের ভোরের,
ছড়া লিখি বাঁশির সুরের।
ছড়া লিখি ঝড়ের বেগের,
ছড়া লিখি সাদা মেঘের।
ছড়া লিখি সবুজ ঘাসের,
ছড়া লিখি রাজহাঁসের।
ছড়া লিখি পাখির ডাকের,
ছড়া লিখি নদীর বাঁকের।
ছড়া লিখি গিরিখাঁদের,
ছড়া লিখি জ্যোৎস্না চাঁদের।
ছড়া লিখি মেলা রথের,
ছড়া লিখি মেঠোপথের।
ছড়া লিখি দীঘলকেশের,
ছড়া লিখি সবুজ বেশের।
ছড়া লিখি ধূ-ধূ মাঠের,
ছড়া লিখি পুকুরঘাটের।
ছড়া লিখি মায়ের মায়ার,
ছড়া লিখি বটের ছায়ার।
ছড়া লিখি গীতি মধুর,
ছড়া লিখি পল্লীবধূর।
ছড়া লিখি পুতুল খেলার,
ছড়া লিখি কিশোরবেলার।
ছড়া লিখি নদীর কুলের,
ছড়া লিখি কদমফুলের।
ছড়া লিখি প্রথম শেষের,
ছড়া লিখি বাংলাদেশের।