পাশের গাঁয়ের মধু কর,
সে যে বড়ই জাদুকর!
জাদুর ঝোলা কাঁধে করে
গাঁয়ের পথে পথে ঘুরে।
মোহনবাঁশি থাকে হাতে,
ডুগডুগিটা তার’ই সাথে।
গলা ছেড়ে হাঁকে জোরে,
এলো আজ বিরামপুরে,
ডাকে বাড়ির বৌঠানে,
বসলে এসে উঠানে।
জুটলো যত ছেলেমেয়ে,
অবাক চোখে রইল চেয়ে!