ইংরেজ আমলে এই বাংলায়
ছিল এক নবাব,
বাহার কেবল নামেই তাহার
‘খানে খান খাব্বাব!’
ভাত খেতে ভাল্লাগেনা
খায় রুটি-কাবাব।
ইংরেজদের সাথে তাহার
গলায় গলায় ভাব।
জলসা ঘরে নেশায় ডুবে
রাত কাটানো স্বভাব!
এমনি করে কখন যেন
পিছু নিল অভাব।
ঘুচে গেল নবাবী তাহার
নামেতেই নবাব!
যেমন কুকুর তেমন মুগুর
পেল উচিৎ জবাব!