‘ও হে দানেশ,
সেজেছ বেশ!
মাথায় ছাতা,
হাতে জুতা,
কাধে জামা,
শোন মামা!
কোথা যাও?
একটু দাঁড়াও!
তাড়া কিসের?’
‘একটু ইসের!’
‘বল দেখি!’
‘তুমি যে কি!’
‘বলি শোন,’
‘নেমন্তন্ন!’
‘ধনা’র বাড়ি’
‘হাতটা ছাড়ি-
দাও আমায়!’
‘বেলা গড়ায়!
ছাড় তবে,
বসে রবে-
আমার তরে।’
‘গেলে পরে,
হবে বাসি,
খেয়ে আসি-
এই বেলা-
জমে মেলা,
খেতে যাই,
কব্জি ডুবাই!’