""বন্দী গৃহে""
এম সাদ্দাম হোসেন পবন
আজি করোনার কালে বন্দী গৃহে
যাতনার পীড়া হানে বারে বারে
নিভূতে কাঁদে আশাহত মম অন্তর।
চারিদিকে শুনি  কত আর্তনাদ খানি
মৃত্যু হিম শিতল কোলে হৃদয় অবসান
প্রকৃতি বিরুপ বায়ু গ্রাসিত মানব কুল।
এহকালের আয়ুবিদের কল্পনার বিজ্ঞান
প্রতিবেশ ভাবনার কর্ম ধৃষ্টতার বলিদান
অশ্রান্ত প্রকৃতি আজি বিপদ বিরাজমান।
আলোক আধাঁরে ঘনিয়েছে মহা-প্রলয়ে
সৃষ্টির রুপ বদলাতে গিয়ে আজ বিপাকে
বিধাতার তরে কর প্রার্থনা যত সব উদ্ভাবী।