"' শনির তরে মঙ্গল বাসনা।।
পবন।
আজি হৃদয়ের বিরহে ক্ষরণের বারতা
স্নায়ু উত্তাল শুন্য নয়নের চাহোনি সীমা
দুর প্রান্তে চলিছে বৈষ্ণব লীলা-লাস্যে।
পথে মাঝে নয়নে নয়ন আঁকড়ে বাঁধনে
সকাল দুপুর সন্ধ্যারোতির আলোকে
দেখার ছলে উদ্ভাসিত মায়াভরা তারা।
শনির তরে বিদায় রজনী মঙ্গল বাসনা
ভীত হয়নি চঞ্চল পিছু তাকায়নি বটে
ঘুরিবে এমনি যখন অতীতের নয়ন তটে।