বসন্ত কি গো,তোমারে ঘিরিয়া রহিবে ফাগুন
অগ্নির তরে শিহরণ জাগে গহীন মনান্তরে
বিনয়ের ক্ষনে এলো চঞ্চল  রজনীর ঘোর।
কুয়াশা কাটেনি কেশে শিশিরের আলপনা
দুরন্ত স্বভাবগত জাগতিক  মনোবাসনার ঝড়
লালিত বাসনার বশিভূত লাবণ্যে রুপকথার।
চারিদিকে হৈচৈ গগনতলে বসন্তের প্রেমাগুন
নর-নারীর রুপ গুন বীভৎস লোলুপ মোহে
বজ্র ব্যাকুল দেহের দেউরি আজি খুলেছে।
মহীয়সী যারা প্রকৃতির ঘোরে আকুতির দ্বারে
সহসাই রুপের চমক আঁখি অবয়বে ভাসে
যাসনে বীভৎস রুপের মোহময় সুরধ্বনিতে।