।। তব রুপসী।।
    
তব বলিতে চাহে এ মন
পড়ন্ত বেলায় মিলি যেথা
  নয়ন ভরে দেখিতে রুপসী।
       বৈ ছে পূবাল হাওয়া এলে ব্রজধাম
        ভৈরবে গাহি এ স্বরের মাহেন্দ্রক্ষণ
      আসিতে বিরহী-পথিক পবন সেথায়।
বৈকেলের শেষে সুকন্ঠের ডাঁক আসে
হেরিছে আধাঁর সন্ধ্যারতির শঙ্ক ধ্বনি
এবার চলো ফিরি দু-পথের দুই নীড়ে।