জীবন দুরন্ত পথের ধারায় বিরামহীন
বন্ধনের মায়ায় সেও এসে ছিল একদিন
অদুরের পথ মাঝে নিজেই মায়াহীন।
সময় স্থির নয়- সব টুকুই ক্ষুয়েছে মায়ায়
রক্ত মাংস শরীর বন্ধনের তরে সব বিলীন
রেখে যাবে শুধু শিকড়হীন ডাল জগৎ মায়া।
নিয়তীর ডাকেঁ এসে ছিল ক্ষনিক আধারের তরে
যা পেয়ে ছিল সৃষ্টির তরে একেঁছে নয়ন ঘরে
স্রষ্ট্রার সৃষ্টসব নয়নাভিরাম এই মর্ত্ত লীলায়।