“গ্লানির অবসান-নব উদ্যম”
এম সাদ্দাম হোসেন পবন
নতুনও জোয়ারে দোলানো জীবনও জান্তে
নতুন বছরের আগমন দ্বারে গ্লানি ঘুচিয়ে
ঘাত-প্রতিঘাত ভুলে এসো মিলি এক সাথে।
অতীত যত বাসনার উদ্বেলিত চাহোনি নয়নে
আধাঁর ঘুচে গেছে মোর যাতনার করাল গ্রাসে
আজি নব ঘন বাতাসের ঘ্রাণময়তা চারিদিকে।
পার্থিব জগৎ যা পেয়েছি অকপটে ম্লান হয়েছে
রাখিনি স্মৃতি ধরে হৃদয়ের কোমল অনুভূতিতে
সীমাহীন ভাবনার দেউরিতে আসেনি গো প্রেম।
আবার এসেছে বছর বরণে নতুন দিগন্ত দেখাতে
চারিদিকে রংয়ের মহড়া আনন্দে উদ্ভাসিত জগৎ
বদলাতে সবে নব-চেতনার নয়নাভিরাম উদ্যমে।
বছরের সব দিনগুলিতে জরা-জীর্ণ অপ্রাপ্তিতা যত
যেথা নিয়তীর লেখন জীবনের তরে অবিরাম
পাপ-রাগ ভুলে ডাকিঁছে দ্বীপাবলি আলোকে।
বিশ্ব-ব্যাপী জাগ্রত আজি রংয়ের মেলার চর্কিতে
অতীত ব্যর্থতার অবসানে মোর নতুনের আহবান
নব-উদ্যমে গড়ি দেশ-সমৃদ্ধ হোক বাংলাদেশ।
ছবি: শারমীন হক।