""দম্ভোক্তি লীলা""
এম সাদ্দাম হোসেন পবন
পশ্চিমা হাওয়ায় আহাজারি আসে যত আর্তনাদ
বিবেকের তরে মরি বারে বারে রুদ্ধ সব পথ-দ্বার
বক্তিমা ঝাড়ে বুলেটের ভারে হানাহানি যমদূত!
স্বার্থের লোভে বেহুশ,হুশ নাই মরিবার সন্নিকটে
এতো বাহাদুর মহা শক্তি কেবল নিয়তীর দম্ভে
রেখে যাবি দোষ খুঁজে বের করে আনবে তোকে!
সময়ের স্রোতে মহাপ্রলয়ে রক্ত নেবার মোহে
রাশি দেখে দেখ আওড়ানো ভাষা সকলি বোঝে
হেরে কবে শ্রান্ত হবে তোর দম্ভোক্তি লীলা!
পঞ্চমী আজও অবিচল গতিতে অতিশয় রাগে
তোর সজ্জিত মসনদে তোরই বিচার বসিবে
মিত্র বলে প্রীতির বন্ধন স্বাক্ষ্য যে বিপক্ষে যাবে!
আচমকাই নেমেছিস ঘোর কুয়াশাচ্ছন্ন নয়নে
কোন পথে কতদূর যতদুর ধকল সইতে পারে
কি রে আবার সেই পথেই পিছন ফেরাবে!
চারিপাশে আজ ধোয়াশার বেড়াজালে বন্দী
বৃদ্ধ-বৃদ্ধা, শিশুদের ক্রন্দন বুকফাটা বিদারক
প্রতিবাদ ঝড়ে ভাসিয়ে নিবে পাপাচারী মসনদ!