বাংলার জাতিতে রয়েছে গাঁথা,
স্মৃতিচারনে আছে যতগুলো মাথা।
      "সেটি বাংলাদেশের জাতীয় পতাকা।"


সুনীল সমীরে উড়ছে নিশান,
        ঘুচে গেছে সব অত্যাচারের বিধান।
"বেঁচে আছে সব বীর বাঙ্গালী,
         বন্ধুত্বভাবে এখন নয়তো কাঙ্গালী।
স্বাধীন পেয়েছি অনেক কষ্ট সাধনে,
       চিহৃ রয়ে গেছে এই বাঙ্গালী নিশানে।