তুমি চলে যাওয়ার পর
আমি ভেঙে পরেছিলাম,
কাল বৈশাখীর ঝড় এসে হেনেছিলো বুকে!
প্লাবিত হয়েছিলো দুটি চোখ,
তারপর ভীষণ খরা।


বুক ফেটে হয়েছিলো চৌচির  
খাঁ খাঁ করছিলো ভেতরটা!
আমি মরুভূমির মরীচিকায় খুঁজেছিলাম জল,
গোলক ধাঁধার বৃত্তে খুঁজেছিলাম পথ,
অবশেষে ব্যর্থ! হয়েছিলাম দিশেহারা।


কতদিন না খেয়েও ছিলাম
কাঠের মতো শুকিয়ে হয়েছিলাম আধমরা!
তোমার অপেক্ষায় বহুদিন ছিলাম,
তবুও তুমি ফিরলে না।


তারপর নিজের ওপর ক্ষোভ চড়িয়ে
ছুটে চললাম নতুন দিগন্তে,
এক এক করে মুছে ফেললাম তোমার স্মৃতি
আনন্দময়ীর হাসির লগ্নে।


এখন আর কষ্ট হয় না
বুক ফেটে আসে না কান্না,
চোখ বেয়ে নামে না অশ্রুধারা।
এখন তোমার কথা মনে পড়লেই
আমার শুধু মনে হয়,
আমি স্বপ্ন দেখেছিলাম, দুঃস্বপ্ন।