হঠাৎ পথ হারিয়ে যায় পথে
কথার ভীড়ে হারিয়ে যায় কথারা,
মাঝ পথে থমকে গেছে কত-শত পথ
কত কথা হারিয়ে গেছে কথার ভীড়ে!


এই যে ধরো, এই আমিই
তোমাকে ভালোবাসি বলতে গিয়ে
শত বার ফিরে এসেছি ভালোবাসি না বলে,
কোটি বার তোমার সাথে হাঁটতে গিয়েও
মাঝ পথে হারিয়ে ফেলেছি পথ।


এই যে এই আমিই -
বাকহীন পথহারা প্রেমিক,
যে তোমায় ভালোবাসি বলতে গিয়েও
ভালোবাসি বলতে পারেনি কখনো,
যে তোমার সাথে পথ চলতে গেলেই
মাঝ পথে পথহারা হয় এখনও।