আমি বাংলার কথা বলছি-
যেই বাংলা হাজার বছর ধরে গুটিগুটি পায়ে
গৌরী প্রাকৃত পূর্ব মাগধী অপভ্রংশ হয়ে
ইন্দো ইউরোপ আটলান্টিক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে
পারস্য ভারত এশিয়া হয়ে
কাহৃপা'র চর্যাপদ এবং কোটি কোটি মানুষের ভাষাভাষী হয়ে আমাদের মুখের ভাষা হয়ে আছে,
আমি সেই বাংলার কথা বলছি।


আমি বাংলার কথা বলছি-
যেই বাংলা ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজীর সতেরো ঘোড়ার পিঠে চড়ে পৃথিবীর বুকে পদচিহ্ন এঁকে গেছে,
যেই বাংলা পলাশীর যুদ্ধে ধুলায় লুটোপুটি খেয়ে
শরীয়তউল্লাহ সুনীতিকুমার রবি ঠাকুর নজরুল আরও অগণিত লেখকের কলমের গর্ভ থেকে আমাদের কাছে এসেছে,
আমি সেই বাংলার কথা বলছি।


আমি বাংলার কথা বলছি-
যেই বাংলা ভাসানী মুজিবের মতো মহা বীরপুরুষের হাত ধরে এই ভূখণ্ডে এসেছে,
যেই বাংলা রফিক সফিক সালাম বরকত জব্বার আসাদের মতো ভাষা শহীদের রক্ত বয়ে এই পবিত্র মাটিতে মিশে গেছে,
আমি সেই বাংলার কথা বলছি।


আমি বাংলার কথা বলছি-
যেই বাংলা অগণিত মা-বোনের ইজ্জতের বিনিময়ে
ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আজ বিশ্ব ইতিহাসের পাতায় পাতায় ভাসে,
যেই বাংলা আজ কোটি কোটি মানুষের মুখে স্বাধীনভাবে উচ্চারিত হয়ে বিজয়ের হাসি হাসে,
আমি সেই বাংলার কথা বলছি-
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই বাংলার কথাই বলছি।