বেঁচে থাকার জন্য আমি
বহু চেষ্টাই তো করেছি
এ দ্বার, ও দ্বার ঘুরে ফিরে
শেষে তোমার কাছে ভিড়েছি।


একটু সুখের আশায়
কত রাত ঘুমহীন কেটেছে
প্রহর গুনেছি অপেক্ষার
রক্তিম স্বর্ণালী সূর্যদ্বয়ের।


যে কূলে নাও ভিড়িয়েছি
সবাই উপদেশ দিয়েছে মাত্র
এ পাড়ে নাকি ঘোর অমানিশা
ভর করে দিবা-রাত্র।


যেতে হয় দিন শেষে অন্য কূলে
এ পাড়ের যন্ত্রণা এখানেই ফেলে;
স্বপ্নবাজ বলেই থেমে থাকিনি
চলতে হলো আমাকে
ছুটে চলিলাম নতুনভাবে
রঙিন স্বপ্নলোকে।