অনেকদিন পর আজ
দিগন্তের মাঠ জুড়ে হাঁটছি
মৃধু বাতাশ গুলো যেন
শিশদিয়ে যাচ্ছে এই কর্ণধারে।
উৎপলিত আমি ছুটছি
যেন সামনেই স্বর্গীয় সুখ
হেঁটে হেঁটে ঐ দিগন্তপানে
আড়াল করে দুঃখ।
স্বপ্নগুলো যেন নীল আকাশের
পানে যাচ্ছে ছুটে
কষ্টগুলো যেন বিলীন হচ্ছে
মেঘালয় আকাশের ঘূর্ণিফাকে।
দিগন্তের পাশ দিয়ে
বয়ে চলা নদী
শুকনো পাতা গুলো ভেসে যাচ্ছে
করে শব্দ কলকল ধ্বনি।
মনে হয় কখনোবা
মুক্ত আকাশে উঁড়ি
ক্ষণেই মনে হয় আমি যেন
এক নাটাই ছাড়া ঘুঁড়ি।