আমি বিদ্রোহী নই
নহে কোন লেখক
আমি শুধু লিখেছি
মানুষের মুক্তির কথা।
তুলে ধরেছি...
সেই কৃষাণের কথা
যে লাঙল জোয়াল নিয়ে
ছুটে চলে মাঠে।
আমি স্বরণ করেছি
সে শ্রমিকের কথা
সারাদিন খেঁটে যে
বিবর্ণ করেছে সুন্দর চাহনীটা।
মনে পড়ল আমার
সে ফেরিওয়ালার কথা
যে সারাদিন রোদে ছুটে
যোগাতে দু'বেলা।
আমি আঁকতে চেয়েছি
সে বৃদ্ধ মাতার ছবি
যে ঘুমের ঘরে আজো বলে
খোকা তু্ই কবে আসবি।
কষ্ট নিয়ে লিখছি আজ
সে পতিতার কথা
দু'বেলা খাবারের জন্য যে
উৎসর্গ করেছে সুন্দর জীবনটা।